ট্রাফিক সপ্তাহ এবং ট্রাফিক মাস
২০১৮ সালে নিরাপদ সড়ক এর জন্য বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ ট্রাফিক পুলিশের যৌথ উদ্দোগে ট্রাফিক সপ্তাহ এবং ট্রাফিক মাস পালন করা হয়। এতে ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে প্রতিদিন প্রায় ২০০০ রোভার সদস্য অংগ্রহন করে। ট্রাফিক সপ্তাহ এবং ট্রাফিক মাস পালনের মূল লক্ষছিলো জনসাধারনকে ট্রাফিক নিয়ম এবং আইন সম্পর্কে অবহিত করা। জনসাধারন জাতে নিরাপদে সড়ক পারাপার হতে পারে, যানবাহন যাত্রি ওঠানামা করার ক্ষেত্রে যে সকল সর্তকতা অবলম্বন করতে হবে সে সম্পর্কে জনসাধারণ এবং যানবাহন চালকদের সচেতন করা।