ট্রাফিক সপ্তাহ ২০১৮
Profile picture for user symumofficials@gmail.com_1
Bangladesh

ট্রাফিক সপ্তাহ ২০১৮

২০১৮ সালে নিরাপদ সড়ক এর জন্য বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ ট্রাফিক পুলিশের যৌথ উদ্দোগে ট্রাফিক সপ্তাহ এবং ট্রাফিক মাস পালন করা হয়। এতে ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে প্রতিদিন প্রায় ২০০০ রোভার সদস্য অংগ্রহন করে। ট্রাফিক সপ্তাহ এবং ট্রাফিক মাস পালনের মূল লক্ষছিলো জনসাধারনকে ট্রাফিক নিয়ম এবং আইন সম্পর্কে অবহিত করা। জনসাধারন জাতে নিরাপদে সড়ক পারাপার হতে পারে, যানবাহন যাত্রি ওঠানামা করার ক্ষেত্রে যে সকল সর্তকতা অবলম্বন করতে হবে সে সম্পর্কে জনসাধারণ এবং যানবাহন চালকদের সচেতন করা। এখানে আমরা ৫ নং দাউদ পাবলিক স্কুল স্কাউট গ্রপ এর হয়ে অংশগ্রহন করি। এবং ট্রাফিক নিয়ত্রন অ টাফিক পুলিশদের সাহায্য করি। স্কাউট হিসাবে জনগনের সেবা করতে পারা সত্যি এ আনন্দের বিষয়।

Started Ended
Number of participants
32
Service hours
8448
Location
Bangladesh

Share via

Share