টিকাদান কর্মসূচি
সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড এর জন্য ৩টি ব্যাজ অর্জন করতে হয়। সেই তিনটি ব্যাজ এর মধ্যে টিকাদান কর্মী ব্যাজ অন্তর্ভুক্ত।তাই উক্ত ব্যাজ অর্জন এর লক্ষে গত ১২অগস্ট২০২০ সালে বগুড়া জেলার সোনাতলা থানার বালুয়াহাট ইউনিয়ন এ নগরপাড়া গ্রামে ১৫জন শিশুকে টিকাদান করা হয়। উক্ত কার্যক্রমে অমি সহ আরও ১৫জন অংশগ্রহণ করে।
কার্যক্রমটি শেষ করতে অনেক কষ্ট হয়। কিন্তু অনেক আনন্দ মহর পরিবেশে শেষ করতে আমরা সফল হয়।