স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও গ্রোথ বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত"

স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও গ্রোথ বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত"

"স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও গ্রোথ বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত" আজ ১৫ সেপ্টেম্বর, ২০২০ তারিখ, মঙ্গলবার পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১:০০ ঘটিকায় জাতীয় কমিশনার জনাব মুঃ তৌহিদুল ইসলাম স্যারের সভাপতিত্বে স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও গ্রোথ বিভাগের লেখকদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান স্কাউট ব্যক্তিত্ব ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন এডাল্ট ইন স্কাউটিং বিভাগের জাতীয় কমিটির সভাপতি জনাব এস. আই. মল্লিক স্যার। এছাড়া উপস্থিত ছিলেন স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও গ্রোথ বিভাগের জাতীয় উপ-কমিশনারদ্বয় যথাক্রমে জনাব মোঃ জামাল হোসেন ও জনাব জিয়াউল হুদা হিমেল। উক্ত সভায় শুরুতেই জাতীয় কমিশনার মহোদয় "Meet the Scout" সম্পর্কে প্রধান স্কাউট ব্যক্তিত্ব অতিথি ও আগ্রহী লেখকদের উদ্দেশ্যে একটি সংক্ষেপিতভাবে বর্ণনা করেন। এই আপদকালীন সময়কে ব্যবহার করে, স্কাউট সম্প্রসারণ ও নিজের আত্মোউন্নয়ন নিয়ে প্রশ্নোত্তর ও এই লেখা প্রকাশে এবং সকলের কাছে পৌঁছানো নিয়ে ইতিবাচক পরামর্শ গ্রহণসহ তা সম্প্রসারণে করণীয় সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়।
Number of participants
20
Service hours
40
Topics
Youth Engagement
Youth Programme
Personal safety
Growth
Partnerships
Communications and Scouting Profile
Good Governance

Share via

Share