স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও গ্রোথ বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত"
"স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও গ্রোথ বিভাগের সমন্বয় সভা অনুষ্ঠিত"
আজ ১৫ সেপ্টেম্বর, ২০২০ তারিখ, মঙ্গলবার পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১:০০ ঘটিকায় জাতীয় কমিশনার জনাব মুঃ তৌহিদুল ইসলাম স্যারের সভাপতিত্বে স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও গ্রোথ বিভাগের লেখকদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান স্কাউট ব্যক্তিত্ব ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন এডাল্ট ইন স্কাউটিং বিভাগের জাতীয় কমিটির সভাপতি জনাব এস. আই. মল্লিক স্যার।
এছাড়া উপস্থিত ছিলেন স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও গ্রোথ বিভাগের জাতীয় উপ-কমিশনারদ্বয় যথাক্রমে জনাব মোঃ জামাল হোসেন ও জনাব জিয়াউল হুদা হিমেল।
উক্ত সভায় শুরুতেই জাতীয় কমিশনার মহোদয় "Meet the Scout" সম্পর্কে প্রধান স্কাউট ব্যক্তিত্ব অতিথি ও আগ্রহী লেখকদের উদ্দেশ্যে একটি সংক্ষেপিতভাবে বর্ণনা করেন।
এই আপদকালীন সময়কে ব্যবহার করে, স্কাউট সম্প্রসারণ ও নিজের আত্মোউন্নয়ন নিয়ে প্রশ্নোত্তর ও এই লেখা প্রকাশে এবং সকলের কাছে পৌঁছানো নিয়ে ইতিবাচক পরামর্শ গ্রহণসহ তা সম্প্রসারণে করণীয় সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়।