শতবর্ষে মুজিব শিরোনামে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা
শতবর্ষে মুজিব ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা নিয়ে যত জিজ্ঞাসা অনলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ফাহমিদা, জাতীয় উপ কমিশনার আন্তর্জাতিক, জনাব আই কে সেলিমুল্লা খন্দকার জাতীয় উপ কমিশনার এক্সটেনশন স্কাউটিং, আর উপস্থিত ছিলেন টাক্সফোর্সের সদস্য জনাব মামুন খান এবং লিমন মিয়া।