শতবর্ষ রোভার মুট- ২০১৮
Profile picture for user gbcrubel_1
Bangladesh

শতবর্ষ রোভার মুট- ২০১৮

শতবর্ষে রোভারিং, সুনাগরিক প্রতিদিন’ প্রতিপাদ্যে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরের বাহাদুরপুর রোভার পল্লীতে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের শতবর্ষ রোভার মুট ২০১৮ এর পর্দা উন্মোচিত হল। মঙ্গলবার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি শতবর্ষ রোভার মুটের উদ্বোধন করেন।  শতবর্ষ রোভার মুট উদযাপন কমিটির আহ্বায়ক ও রোভার অঞ্চলের প্রাক্তন সম্পাদক আফজাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যাক্তিত্ব হিসেবে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান এবং বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক এ কে এম সেলিম চৌধুরী। রোভারিংয়ের শতবর্ষ পূর্তি (১৯১৮-২০১৮) উপলক্ষে আয়োজিত রোভার মুটে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০০ রোভার এবং ৫০০ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে।
Started Ended
Number of participants
3000
Service hours
108000
Location
Bangladesh
Topics
Personal safety
Legacy BWF
Communications and Scouting Profile
Partnerships
Youth Engagement
Youth Programme

Share via

Share