
শতবর্ষ রোভার মুট- ২০১৮
শতবর্ষে রোভারিং, সুনাগরিক প্রতিদিন’ প্রতিপাদ্যে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরের বাহাদুরপুর রোভার পল্লীতে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের শতবর্ষ রোভার মুট ২০১৮ এর পর্দা উন্মোচিত হল। মঙ্গলবার বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি শতবর্ষ রোভার মুটের উদ্বোধন করেন।
শতবর্ষ রোভার মুট উদযাপন কমিটির আহ্বায়ক ও রোভার অঞ্চলের প্রাক্তন সম্পাদক আফজাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যাক্তিত্ব হিসেবে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান এবং বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক এ কে এম সেলিম চৌধুরী। রোভারিংয়ের শতবর্ষ পূর্তি (১৯১৮-২০১৮) উপলক্ষে আয়োজিত রোভার মুটে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০০ রোভার এবং ৫০০ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে।