সোস্যাল মিডিয়া ব্যবহারে করণীয়-বর্জনীয় শীর্ষক ওয়ার্কশপ ২০২১

সোস্যাল মিডিয়া ব্যবহারে করণীয়-বর্জনীয় শীর্ষক ওয়ার্কশপ ২০২১

বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার এর আয়োজনে প্রথমবারের মত সোস্যাল মিডিয়া ব্যবহারে করণীয়-বর্জনীয় শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। গত ১৩ ফেব্রুয়ারী মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়াম এ অনুষ্ঠিত এ প্রোগ্রাম এ উপস্থিত ছিলেন মোঃ শহীদুল ইসলাম, মাননীয় জেলা প্রশাসক ঢাকা এবং আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ জনাব আই, কে সেলিম উল্লাহ খোন্দকার (জাতীয় উপকমিশনার, এক্সটেনশন স্কাউটিং)। অনুষ্ঠানে সোস্যাল মিডিয়া ব্যবহার এবং এর অপব্যবহারের শাস্তি সহ নানাবিধ বিষয়ে আলোচনা করেন রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর এ ক এম সেলিম চৌধুরী। ঢাকা জেলা রোভার এর মাননীয় কমিশনার এবং সম্পাদক, যুগ্ম সম্পাদক উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্কশপ এ। ওয়ার্কশপ এ ঢাকা জেলা রোভার এর বিভিন্ন গ্রুপের সিনিয়র রোভার মেট দের কে রোভার প্রোগ্রাম এবং পি আর এস অর্জনের বিভিন্ন কৌশল সম্পর্কে বিষদ আলোচনা করেন কাজী জুবায়ের হোসেন , পি আর এস। ঢাকা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন ছিলো এই ওয়ার্কশপ এর বড় এজেন্ডা।নিরপেক্ষ এবং সুষ্ঠু পরিবেশে সকল সিনিয়র রোভার মেটদের ভোটে ১ বছরের জন্য ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হয় ৪ জন৷
Number of participants
110
Service hours
880
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Good Governance
Global Support Assessment Tool
Communications and Scouting Profile
Growth
Partnerships

Share via

Share