ষোড়শ ঢাকা জেলা রোভার মুট ২০১৯
গত ১৭-২২ মার্চ ২০১৯ অনুষ্ঠিত হলো বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার এর ষোড়শ জেলা রোভার মুট ২০১৯। উক্ত মুটটি নানা প্রোগ্রাম ও চ্যালেঞ্জের মাধ্যমে সাজানো হয়। এই মুটে ৮০০ জন রোভার, ১০০ জন কর্মকর্তা ও ৮০ জন সেচ্ছাসেবক অংশগ্রহণ করে।