
সমাজ উন্নয়ন এওয়ার্ড অর্জন ২০০৩
বাংলাদেশ স্কাউটস এর সমাজ উন্নয়ন এওয়ার্ড অর্জন এর জন্য গত ০১/০৯/১৯৯৬ ইং তারিখ হতে ১৫/০২/২০০২ ইং তারিখ পর্যন্ত । বিভিন্ন সমাজ উন্নয়ন মূলক কাযক্রমে অংশগ্রহণের পাশাপাশি সমাজ উন্নয়ন বিভাগের সমাজ উন্নয়ন এওয়ার্ড অর্জন সিলেবাস নিষ্ঠার সাথে সমাপ্ত করি, যাহার ফলশ্রত্রীতে বাংলাদেশ স্কাউটস আমাকে ২০০৩ সালে সমাজ উন্নয়ন এওয়ার্ড প্রদান করেন।