স্কাউট হাইকিং এর মাধ্যমে রোভার ও স্কাউটরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে ও শিখতে পেরেছে। পরবর্তীতে এরাই সমাজের উন্নয়ন বজায় রাখবে।
মাগুরা নবগঙ্গা ওপেন স্কাউট দল ও মাগুরা নবগঙ্গা ওপেন রোভার স্কাউট দলের প্রথম হাইকিং। হাইকিং টি মাগুরা সদর থেকে মহঃপুর উপজেলায় অবস্থিত সীতারাম রাজার বাড়িতে গিয়ে শেষ হয়। পুরো রাস্তা অতিক্রম করা হয় কদম গুনে ও কম্পাসের সাহায্যে দিক নির্ধারন করে। ৫ টি দল মাগুরা থেকে পায়ে হেটে যায় এবং যাবার আগে মাগুরার সু-যোগ্য জেলা নির্বাহী অফিসার মোঃ আবু সুফিয়ান UNO স্যার হাইকিং টির শুভ উদ্ভোদন ঘোষনা করেন। দলগুলো পৌছানোর পর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান UNO স্যার দল গুলোকে স্বাগতম জানিয়ে তাদের সাথে সারাদিন বিভিন্ন কার্যক্রমে সাহায্যে করেন। স্যারকে অন্তরের অন্তস্তল থেকে জানাই প্রানঢালা অভিনন্দন। আমি ধন্যবাদ জানাই মোঃ তৌহিদুল ইসলাম ইমরুল ভাই (উপজেলা প্রতিনিধি রোভার) বাংলাদেশ স্কাউট। যিনি শত ব্যাস্ততার মাঝে আমাদের সাথে সারাদিন কার্যক্রম পরিচালনা করেন।আমি ধন্যবাদ জানাই মোঃ শরিফুল ইসলাম শরিফ স্যার কে। সবশেষে ধন্যবাদ জানাই মোঃ জাহিদুল ইসলাম জাহিদ ভাই কে (জেলা প্রতিনিধি রোভার) বাংলাদেশ স্কাউট। আমাদেরকে এত সুন্দর একটি স্কাউটিং কার্যক্রম উপহার দেবার জন্য।এরই মধ্যে দিয়ে রোভার স্কাউটেরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে ও শিখতে পারবে।এবং প্রত্নতাত্বিক নিদর্শন সংরক্ষণে সচেতনতা তৈরি করবে।