শীতবস্ত্র বিতরণ ২০১৮
Bangladesh

শীতবস্ত্র বিতরণ ২০১৮

সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার! ^_^ "উষ্ণতায় ছড়িয়ে পড়ুক মানবতা" এই শ্লোগানকে সামনে রেখে গত ২৪ জানুয়ারি, ২০১৮ তারিখ "আমরা স্কাউট গ্রুপ, ঢাকা" এর রোভার স্কাউটরা ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়নে ১০০টি কম্বল ১৫০ এর অধিক শীতবস্ত্র এবং ১০০ ভ্যাসলিন বিতরণ করে! প্রথমেই এই ইউনিয়ন সম্পর্কে কিছু কথা বলে নেই! এই ইউনিয়ন এমন একটি চর এলাকায় যার চারপাশ পদ্মা নদী দ্বারা বেষ্টিত অর্থাৎ এই চর থেকে মূল সদরে যাওয়ার একমাত্র যাতায়াত মাধ্যম হলো নদীপথ! কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লেও তাকে ট্রলারে ১ ঘন্টা ৩০ মিনিট সময় ব্যয় করে স্হলপথে উঠে হাসপাতালে যেতে হয়! চর এলাকা এবং নদী দ্বারা বেষ্টিত হওয়ার ফলে এখানে শীতের প্রকোপ এখনো খুব একটা কমেনি! এবারের শৈত্য প্রবাহের মাত্রা বিগত সকল বছরের শৈত্য প্রবাহকে হার মানায়! তাই গত ০৯ জানুয়ারি হঠাৎ করে নেওয়া এক সিদ্ধান্ত অনুযায়ী দলের সকল রোভার স্কাউটরা তাদের পরিচিত সকলের কাছ থেকে শীতবস্ত্র এবং অর্থ সংগ্রহের কাজে মাঠে নেমে যায়! এই সংগ্রহের কাজ চলতে থাকে ২০ জানুয়ারি পর্যন্ত! বস্ত্র সংগ্রহ করে যখন দেখা যায় যে এসব পোশাকের মধ্যে বেশ কিছু কাপড় শীতার্ত মানুষকে দেওয়ার অনুপযোগী তখন দলের রোভার স্কাউটরা এসব কাপড় কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে ভাবতে শুরু করে! সমাধান শুনে হয়তো অনেকে হাঁসতে অথবা ভাবতে পারেন যে এতো কষ্টও এই যুগে কেউ করে নাকি! সমাধানটা ছিলো এই যে আমরা ওইসব অনুপযোগী/ছেঁড়া কাপড়গুলো বেগমবাজারে বিক্রি করতে বসে যাই এবং এক পর্যায়ে অনুপযোগী সেইসব কাপড় বিক্রি করে তা থেকে উপার্জিত টাকা দিয়ে কয়েকটি কম্বল কিনতে সক্ষম হই! ২১ জানুয়ারির মধ্যে দলের রোভার স্কাউট এবং তাদের সংগ্রহকৃত টাকা দিয়ে আমরা ১০০টি কম্বল ক্রয় করি এবং এরই সাথে সংগ্রহকৃত ১৫০ এর অধিক উষ্ণ শীতের কাপড় এবং ১০০ ভ্যাসলিন নিয়ে ২২ জানুয়ারি দুপুরবেলা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হই! এই পর্যায়ে গ্রুপের ছেলে এবং মেয়ে উভয় সিনিয়র রোভার মেটের নেতৃত্বে ৫ জন রোভার ছেলে ও ৩ জন গার্ল-ইন-রোভার অর্থাৎ মোট ৮ জন রোভার স্কাউট তাদের যাত্রা শুরু করে! পরেরদিন ২৩ জানুয়ারি আমরা ফরিদপুর জেলা রোভারের সম্পাদক জনাব মোঃ জহুরুল ইসলাম, ফরিদপুর জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি জনাব রাজু আহম্মেদ এবং স্হানীয় রোভারদের সাথে বসে মত বিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা তৈরি করে শেষ সময়ের প্রস্তুতি নিয়ে নেই! পরেরদিন ২৪ জানুয়ারি "আমরা স্কাউট গ্রুপ, ঢাকা" এর গ্রুপ কমিটির সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য এবং রোভার অঞ্চলের সম্পাদক জনাব এ কে এম সেলিম চৌধুরী এবং দলটির রোভার স্কাউট নেতা ও রোভার অঞ্চলের যুগ্ম সম্পাদক জনাব খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল ফরিদপুর জেলায় এসে পৌঁছালে দলের বাকি ০৮ রোভার স্কাউট, ফরিদপুর ও রাজবাড়ী জেলা রোভারের সম্পাদক এবং স্হানীয় রোভারদের নিয়ে আমরা নর্থ চ্যানেল ইউনিয়নের উদ্দেশ্যে নদীপথে ট্রলারে করে রওনা হই! প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট পর আমরা আমাদের গন্তব্য স্হানে পৌঁছাই! মজার ব্যাপার হলো সেখানে ঘোড়ার গাড়ি ব্যতীত আর কোনো যানবাহনের পদ্ধতি নেই! তাই আমাদের শীতবস্ত্র এবং কম্বল আমরা ঘোড়ার গাড়িতে করে মূল বিতরণের স্হানে নিয়ে যাই! আমাদের স্যার, রোভার স্কাউট এবং চরের সকল মানুষের সহযোগিতায় আমরা শীতার্ত মানুষের মাঝে সুষ্ঠুভাবে শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করতে সক্ষম হই! সর্বোপরি আবারো ধন্যবাদ জানাতে চাই ফরিদপুর জেলা রোভারের সম্পাদক জনাব জহুরুল ইসলাম, ফরিদপুর জেলা রোভরের সিনিয়র রোভার মেট প্রতিনিধি জনাব রাজু আহম্মেদ, সরকারি রাজেন্দ্র কলেজের সিনিয়র রোভার মেট তরুন সরকার, সরকারি ইয়াসিন কলেজের সিনিয়র রোভার মেট জনাব মোঃ মিশকাত এবং স্হানীয় সকল রোভারকে! এরই সাথে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমাদের শীতবস্ত্র অথবা অর্থ দিয়ে সহায়তা করেছেন! আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই শীতবস্ত্র বিতরণের কর্মসূচি এতো সুন্দর ও সফল হওয়া অসম্ভব ছিলো! আর যারা এবার আমাদেরকে কোনোভাবেই সহায়তা করতে পারেননি তাদের বলি আপনাদের সমর্থনই ছিলো আমাদের মূল শক্তি! মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি যেন বিগত ও এই বছরের ন্যায় "আমরা স্কাউট গ্রুপ, ঢাকা" ভবিষ্যতেও এমন সমাজ সেবামূলক কাজ করে দেশ ও জাতির উন্নয়নে অংশীদার হতে পারে! আশা করি আজীবন এভাবেই আপনাদের সমর্থন ও ভালোবাসা পাবো! #জয়তু_আমরা_স্কাউট_পরিবার #শুভ_স্কাউটিং
Number of participants
10
Service hours
80
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Growth
Partnerships
Communications and Scouting Profile
Global Support Assessment Tool
Good Governance

Share via

Share