শহীদ রোভার দিবস মেহেরপুর জেলা রোভার
আজ ২৩ অক্টোবর ২০২০ মেহেরপুর জেলার রোভার শহীদ রোভার দিবস হিসেবে দিনটিকে পালন করা হয় কারন ১৯৯৭ সালের ৭ম এশিয়া প্যাসিফিক ও জাতীয় রোভার মুটের উদ্দেশ্য মেহেরপুর জেলা থেকে ৪ টা ইউনিট রওনা দেন পথিমধ্যে যেতে যেেতে ঢাকা ধামরাই একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান মেহেরপুর জেলার ৫ জন রোভার এবং যার মধ্যে একজন প্রেসিডেন্ট স্কাউট ছিলেন সেজন্য বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এই দিনটিকে ২০১৮ সাল থেকে জাতীয় পর্যায়ে করেন রোভার অঞ্চলের উদ্যোগ এই দিনটি প্রত্যেক বছর পালন করা হয় মেহেরপুর জেলা রোভার দিবস হিসেবে আজকে করোনা ভাইরাস প্রার্দুভাবে দিনটি আমরা সেভাবে পালন করতে পারলাম না ৪ জন রোভার, জেলা রোভারের সম্পাদক, কমিশনার ইত্যাদি জেলা রোভারের সদস্যদের নিয়ে ও শহিদ পরিবারের কয়েকজন সদস্য নিয়ে দিনটি পালন করি