সেবা মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে সচেততামূলক মাস্ক বিতরণ
No mask no service" এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে
সেবা মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে সিরাজগঞ্জে জেলার বাজার স্টেশন চত্বরে করোনা ভাইরাস প্রতিরোধে বিনা মূল্যে সচেততামূলক মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ এর শুভ সূচনা করেন সিরাজগঞ্জ জেলা জজ জনাব ফজলে খোদা নাজির, (উড ব্যাজার) ও উপদষ্টা, সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জ।
এ সময় উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সম্মানিত সভাপতি জনাব এম এম কামরুল হাসান (পি আর এস), সহ সভাপতি জনাব গোলাম মোস্তফা রুবেল, রোভার স্কাউট লিডার জনাব মোঃ আসলাম হোসেন (উড ব্যাজার), স্কাউট লিডার জনাব মোঃ ইমন আলী (উড ব্যাজার) সহ গ্রুপের স্কাউট, রোভার স্কাউট সদস্য বৃন্দ।