সদর উপজেলা নির্বাহী অফিসারের ব্যাতিক্রম উদ্যোগ
সদর উপজেলা নির্বাহী অফিসারের ব্যাতিক্রম উদ্যোগ
আজ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের পুরানাপৈল বাজার, হাতিগাড়া বাজার, তুলাট বাজার, বম্বু ইউনিয়নের হিচমী বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, রাস্তাঘাট, নর্দমা পরিস্কার করা হয় ও জীবানুনাশক স্প্রে করা হয়. ঔষধ,মুদি খানা ও কাঁচা বাজারের দোকানে ক্রেতাদের সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য রং তুলি দিয়ে বৃত্ত আঁকিয়ে দেন। দুইটি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার গ্রাম ও মহল্লা পর্যায়ে নিম্ন আয়ের পরিবারের মাঝে হাত ধোয়ার নিমিত্ত সাবান বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন দৃশ্যমান স্থানে সামাজিক দুরত্ব বজায় রাখুন ম্যাসেজটি নিজ হাতে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেন
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান, জনাব এস এস সোলাইমান আলী ভাইস চেয়াম্যান জনাব অশোক ঠাকুর, সদর উপজেলার পিআইও এবং বম্বু ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা সামছুল আলম, ও পূরানাপৈল ইউনিয়ন চেয়ারম্যান জনাব, খোরশেদ আলম সৈকত সহ ইউপি সদস্যগণ।
সদর উপজেলার সর্বত্র অনুরুপ কর্মসূচি বাস্তবায়ন অব্যাহত রয়েছে বলে জানান সদর উপজেলা নির্বাহী অফিসার।