Rambling 2019 by Dhaka College Rover Scout Group

Rambling 2019 by Dhaka College Rover Scout Group

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের ৪ জন রোভার পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করে ১০-১৪ ডিসেম্বর ২০১৯ চুনারুঘাট থেকে শ্রীমঙ্গল, রাজনগর,ফেঞ্চুগঞ্জ সিলেট হয়ে জৈন্তাপুর পর্যন্ত। বাল্য বিবাহ রোধ করি,ট্রাফিক আইন মেনে চলি,মাদক মুক্ত দেশ গড়ি,রক্ষা করি পরিবেশ গরবো সোনার বাংলাদেশ ও ১৫০ কিলোমিটার পায়ে হেঁটে পরিভ্রমণ এই থিম গুলো নিয়ে পরিভ্রমণ যাত্রা শুরু করে। ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সেবা স্তরের ৪ জন রোভার হলেন মোঃ রাজিব হোসেন, আসাদুল্লাহ গালিব, শহিদুল ইসলাম শান্ত ও মোঃ জুয়েল মৃধা ৯ তারিখ ঢাকা থেকে রওয়া হয়ে হবিগঞ্জ চুনারুঘাট উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাথে সাক্ষাৎ করে রাত্রি যাপন করে উপজেলা ডাক বাংলো তে পর দিন চুনারুঘাট থেকে শ্রীমঙ্গল উপজেলায় পৌঁছালে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাথে সাক্ষাৎ করে রাত্রি যাপন করে উপজেলা আধুনিক ডাক বাংলো তে পরদিন রাজনগর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে রাত্রি যাপন করে উপজেলা ডাক বাংলো তে পরদিন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাথে সাক্ষাৎ করে রাত্রি যাপন করে জেলা পরিষদের ডাক বাংলোতে এবং সিলেটে চতুর্থ দিন শেষে পঞ্চম দিন জৈন্তাপুর উপজেলা পরিষদ আমাদের পরিভ্রমণ শেষ করে ১৫ তারিখ জাফলং বেড়িয়ে ১৬ তারিখ মহান বিজয় দিবসের প্রভাতে ঢাকা পৌঁছাই।
Started Ended
Number of participants
4
Service hours
96
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Good Governance
Global Support Assessment Tool
Communications and Scouting Profile
Partnerships

Share via

Share