রিজিওনাল ডিজাস্টার রেসপন্স কোর্স, ত্রিপুরা, ইন্ডিয়া
দি ভারত স্কাউট এন্ড গাইড কতৃক অনুষ্ঠিত হলো রিজিয়নাল লেভেল ডিজাস্টার রেসপন্স কোর্স-২০১৯। উক্ত কোর্সটি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলাতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস থেকে ১৮ জন রোভার ও ১ জন রোভার লিডার অংশগ্রহন করে। কোর্সটিতে মোট ১২৫ জন রোভার, স্কাউট, গাইড ও রোভার লিডার অংশগ্রহণ করে। দূর্যোগে সারাদান ও নানা রকম উদ্ধার কাজের কৌশল এবং স্কাউটদের করণীয় সম্পর্কে বিস্তারিত শেখানো হয়।