ফ্রেন্ডশীপ ক্যাম্প-২০১৯
৫১ নং জয়পুরহাট মুক্ত রোভার স্কাউট গ্রুপ
ফ্রেন্ডশীপ ক্যাম্প-২০১৯
২৬-১০-২০১৯
ক্যাম্পের সবথেকে আকর্ষনীয় প্রোগ্রাম ছিলো হাইকিং
রোভাররা তিনটি ধাপে তাঁদের হাইকিং সম্পন্ন করে প্রথমে তারা QR কোড স্ক্যান করে ,এরপর অনুসরক চিহ্ন দেখে এবং শেষ ধাপ ফিল্ডবুক ও কম্পাস এর মাধ্যমে তাদের হাইকিং শেষ করে।
হাইকিং শেষে কোড সা্ইফারের মাধ্যমে বার্তা উদ্ধার ও পাত্র ছাড়া রান্না করতে দেওয়া হয়। তাদের রেশন হিসেবে ডিম ও আলু দেয়া হয়। যা তারা খুব সুন্দরভাবে সম্পন্ন করে এবং ক্যাম্প হতে রান্না করে নিয়ে গিয়ে হাইক স্থলে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। হাইকিংটি একটি ঐতিহ্যবাহী স্থান ভীমের পান্টি নামক স্থানে করা হয় যাতে রোভারদের এ বিষয়ে জানার সুযোগ হয়। আমরা যখন গ্রামের পথ দিয়ে হেঁটে চলছিলাম পুরো গ্রামের সকলের মাঝে একটি সাড়া পরে যায় তারা আগ্রহ নিয়ে আমাদের কার্যক্রম সম্পর্কে জানতে আসে যা আমার নিজের অনেক ভালো লাগে। আমাদের উদ্দেশ্যই ছিলো শহরের বাহিরে ক্যাম্প করার জন্য যার ফলশ্রুতিতে জেলা শহর থেকে ৯ কিলোমিটার দূরে আমরা ক্যাম্পের ভেণ্যু নির্ধারণ করি। হাইক শেষে সকলে শুশৃঙ্খল ভাবে ক্যাম্পে ফিরে আসি।