প্রথম নেপাল রোভার মুট ২০১৯ মুল্যায়ন মিটিং
বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দপ্তরের অনুষ্ঠিত হয় প্রথম নেপাল রোভার মুট ২০১৯ মুল্যায়ন মিটিং। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এর জাতীয় কমিশনার ( আন্তর্জাতিক) জনাব মোঃ রফিকুল ইসলাম খান। প্রথম নেপাল রোভার মুট ২০১৯ মুটের বিভিন্ন বিষয় আলোচনা করা হয় এবং বাংলাদেশ কন্টিনজেন্ট এর কার্যক্রম তুলে ধরা হয়।