পরিচ্ছন্ন বাংলাদেশ,পরিচ্ছন্নতার অঙ্গীকার
একটি পরিচ্ছন্ন সোনার বাংলা আমাদের সকলের স্বপ্ন। একটি সুস্থ, সুন্দর, ডেঙ্গু মুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, "ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ" ও "বাংলাদেশ স্কাউটস" -এর উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় “পরিচ্ছন্নতার অঙ্গীকার”-এর উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে আমরা থার্টিন্থ হুসার্স ওপেন রোভার স্কাউটস এর রোভারস সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আমরা সকলে মিলে আমাদের শহর পরিষ্কার রাখা ও করার অঙ্গীকার করি। পাশাপাশি সকল নাগরিকের মধ্যে জনসচেতনতা গড়ে তুলি। সকলের কাছ থেকে দেশ পরিছন্ন রাখার অঙ্গীকারনামা করি।