প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ’ কার্যক্রমের সংশোধিত সময়সূচী।
‘প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ’ কার্যক্রমের সংশোধিত সময়সূচী।
একজন দীক্ষা প্রাপ্ত স্কাউট/রোভার স্কাউট ইউনিট লিডারের অনুমোদন নিয়ে প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ কার্যক্রম শুরু করতে পারবে। যে কোন ব্যাজ/স্তরে কাজ শুরু করা যাবে। ব্যাজ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর একজন স্কাউট ও রোভার স্কাউট সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড সহায়ক একটি ব্যাজ অর্জন করবে (প্রস্তাবিত)। প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ সমাজ উন্নয়নের পারদর্শিতা ব্যাজ হিসেবে বিবেচিত হবে (প্রস্তাবিত)।
‘প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজের’ তিনটি পর্যায় রয়েছে। ১. প্রারম্ভিক পর্যায় (১ মাস; নভেম্বর ২০২০ ), ২. নেতৃত্ব পর্যায় (১ মাস; ডিসেম্বর ২০২০) এবং ৩. চ্যাম্পিয়ন পর্যায় (২ মাস; জানুয়ারি ও ফেব্রুয়ারি ২০২১)। প্রতিটি পর্যায়ে চারটি ধাপ রয়েছে যথা- তাত্ত্বিক, সমাজ সেবা, সমাজ উন্নয়ন এবং অনলাইন কার্যক্রম। এই চারটি ধাপ এবং তিনটি পর্যয়ের কার্যক্রম শেষ করতে ৪মাস সময় লাগবে (সংশোধিত সময়সূচী)।
অনলাইন কার্যক্রমের জন্য বাংলাদেশ স্কাউটস থেকে Plastic Tide Turners Challenge Badge, Bangladesh Scouts নামে একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে । এই গ্রুপে স্কাউট এবং রোভার স্কাউটরা সমাজ সেবা ও সমাজ উন্নয়ন কার্যক্রমের ছবি/ভিডিও #PTTCBadgeBDScouts ব্যবহার করে আপলোড করতে পারবে। Group Link: https://www.facebook.com/groups/689017831652009/
গ্রাফিকস কৃতজ্ঞতাঃ গ্রাফিকস কৃতজ্ঞতাঃ মোঃ বিল্লাল হোসেন, রোভার মেট,পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ। বাংলাদেশ স্কাউটস, পটুয়াখালী জেলা রোভার।
#PTTCBadgeBDScouts