প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ এর জন্য প্রজেক্ট
সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগ, বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ এর তিনটি কারুকাজ এর প্রকল্পের বাস্তবায়ন করি। স্থায়ী প্লাস্টিক কে পুনরায় ব্যবহার উপযোগী করে বিভিন্ন কাজ করা যায়।যেমন প্লাস্টিক এর ড্রাম কেটে টব বানানো, রংয়ের বালতি টব হিসাবে ব্যবহার ইত্যাদি।