পার্বতীপুর রেলওয়ে লোকমেটিভ কারখানা ও ডিজেল ইঞ্জিল কারখানা পরিদর্শন ২০২১
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভারের আয়োজনে পার্বতীপুর রেলওয়ে লোকমেটিভ কারখানা ও ডিজেল ইঞ্জিল কারখানা পরিদর্শন।
স্থানঃ ১৩ ফেব্রুয়ারী ২০২১
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার এর
যুগ্ম সম্পাদক জাহিদ স্যার, DRSL রফিকুল স্যার, জহুরুল স্যার, RSL নাজির স্যার, মামুন স্যার, সাজ্জাত স্যার, নাজমা শিরিন ম্যাম, গায়েত্রি ম্যাম, DSRM সাহাদত ভাই সিনিয়র রোভার মেট হিসেবে রাব্বি ভাই, হারুন অর রশিদ, ফরহাদ ভাই এছাড়াও রোভার ও গার্ল-ইন রোভার সদস্য গন উপস্তিত ছিলেন।