নবগঙ্গা ওপেন রোভার স্কাউট গ্রপ এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

নবগঙ্গা ওপেন রোভার স্কাউট গ্রপ এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

বাংলাদেশ স্কাউট নবগঙ্গা ওপেন রোভার স্কাউট গ্রপ এর জন্ম ১৯৯৮ সালের ৮ অক্টোবর। এর প্রতিষ্ঠাতা ছিলেন জনাবঃ নাজমুল হোসাইন এবং প্রথম লিডার হিসাবে যোগদান করেন জনাব মোঃ শরিফউদ্দিন আহম্মেদ, স্যার সেই থেকে নবগঙ্গা পরিবার এর সুচনা আস্তে আস্তে রোভার স্কাউটরা এই দলটিকে মাগুরা জেলার বুকে সুগঠিত ভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে। বর্তমান দলটিকে পরিচালনা করে যাচ্ছে মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এবং সিনিয়র রোভার মেট হিসেবে যুক্ত রয়েছে মোঃহাসিবুল ইসলাম শান্ত। এই দলের গার্ল ইন রোভার স্কাউট এর সিনিয়র রোভার মেট সুস্মিতা মজুমদার। বর্তমান দলটিতে ৩০ জন রোভার স্কাউট রয়েছে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এবং সাহায্যে সহযোগিতায় এদের মাঝে মধ্যে মাগুরা জেলার রাস্তায় কাজ করতে দেখা যায়। তাছাড়া দলের কোন নিজস্ব আর্থিক ফান্ড না থাকায় এরা নিজেদের অর্থে দলটি পরিচালনা করে যাচ্ছে। প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে এই দলের ট্রু মিটিং অনুষ্ঠিত হয়।এবং স্কাউটিং সকল বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়।
Number of participants
30
Service hours
150
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Good Governance
Global Support Assessment Tool
Communications and Scouting Profile
Partnerships
Growth

Share via

Share