Mop local Coordinator training bangladesh 2019
Messenger of Peace Training 2019
বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে গত ২৭-২৯শে জুন ২০১৯ থেকে শুরু হয়েছে মেসেঞ্জার অব পিস লোকাল কো-অর্ডিনেটর কোর্স। আমি এই কোর্স এর একজন প্রশিক্ষণার্থী। এই কোর্স এর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেড়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়ার্ল্ড স্কাউটস, স্কাউটিং এ এসডিজি, মেসেঞ্জার অব পিস প্রকল্প, বেটার ওয়ার্ল্ড সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। কিভাবে scour.org তে লগইন করা এবং কিভাবে প্রজেক্ট আপলোড করতে হয় শিখতে পেরেছি। তাছাড়া অনেক ভাল লেগেছে আলেলে এর বিষয়টি এবং নেটওয়ার্কিং গেইম এর বিষয় বস্তুটি। তাছাড়া এই কোর্স এর মাধ্যমে আমাদের নানা সময়ে বিভিন্ন সেবা কার্যক্রম বিশ্ব স্কাউটস এর সকল স্কাউটদের মাঝে তুলে ধরতে পেড়েছি। এই প্লাটফর্ম এর মাধ্যমে বাংলাদেশ স্কাউটস এর সেবা কার্যক্রম বিশ্ব স্কাউটস এর কাছে তুলে ধরতে পাড়ায় আমি অনেক আনন্দিত। এই কোর্সটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমাকে এই কোর্সটিতে অংশগ্রহনের সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার ও মেসেঞ্জার অব পিস টিম বাংলাদেশকে ধন্যবাদ।