মুজিবর্ষ রোভার মুট ২০২০ মেহেরপুর জেলা রোভার
বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা রোভারের আয়জনে ২ মার্চ থেকে ৬ মার্চ ২০২০ তারিখে মুজিবর্বষ রোভার মুট নামে একটা মুট আয়োজন করে ওখানে মেহেরপুর জেলার মোট ১৩ টি কলেজে ১১৭ জন রোভার ও লিডার মিলে অংশগ্রহণ করেন এবং ৭ জন গেষ্ট ছিলেন