"মুজিব শতবর্ষ" ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৫০ বছর উদযাপন উপলক্ষে ডে- হাইকিং।
Profile picture for user miti.airscout21_1
Bangladesh

"মুজিব শতবর্ষ" ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৫০ বছর উদযাপন উপলক্ষে ডে- হাইকিং।

"মুজিব শতবর্ষ" ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৫০ বছর উদযাপন উপলক্ষে ডে- হাইকিং।

স্কাউটিং এর outing কার্যক্রমের অন্যতম হচ্ছে Hiking . মূলত: হাইকিং হচ্ছে প্রাকৃতিক পরিবেশে অনেক সময় পাহাড়ি বা সমতল এলাকায় দৃষ্টি নন্দন পরিবেশে পায়ে চলা রাস্তা বা হাইকিং ট্রেইল ধরে একটি নির্দিষ্ট দূরত্ব বা সময় পায়ে হাঁটাকেই হাইকিং বলে I

গত ২৬শে মার্চ ২০২১ইং তারিখে গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ বাংলাদেশ স্কাউটস, কুর্মিটোলা জেলা এয়ার এর আয়োজনে "মুজিব শতবর্ষ" ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৫০ বছর উদযাপন উপলক্ষে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকায় ডে- হাইকিং অনুষ্ঠিত হয়। উক্ত ডে-হাইকিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির হোসেন চৌধুরী উডব্যাজার, সহ-সভাপতি ও গ্রুপ স্কাউট লিডার গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ, ডে- হাইকিং পরিচালনা করেন মোঃ বাপ্পি, গ্রুপ প্রতিষ্ঠাতা ও সম্পাদক গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ, সার্বিকভাবে সহোযোগিতা করে অত্র ইউনিটের সিনিয়র রোভার মেট, রোভার মেট ও সিনিয়র উপদল নেতা । সারাদিন ব্যাপী স্কাউট/রোভার স্কাউটদের রোমাঞ্চ্যকর প্রোগ্রামের মধ্য দিয়ে ডে-হাইকিং এর সমাপ্ত ঘোষণা করা হয়।

প্রাকৃতিক পরিবেশ ও নানা নিদর্শন পর্যবেক্ষণের মাধ্যমে হাইকিং হৃদ রোগের ঝুঁকি কমায়, ব্লাড প্রেশার উন্নত করে ও ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, হাড্ডির ডেন্সিটি ঠিক রাখে, কারণ হাইকিং একটি ভার বহনকারী শরীরচর্চা I

Number of participants
100
Service hours
600
Location
Bangladesh

Share via

Share