মুজিব শতবর্ষ ডে-ক্যাম্প ২০২১
Profile picture for user miti.airscout21_1
Bangladesh

মুজিব শতবর্ষ ডে-ক্যাম্প ২০২১

দীর্ঘ প্রায় একবছর পর আমাদের মিলনমেলা।।

গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ বাংলাদেশ স্কাউটস, কুর্মিটোলা জেলা এয়ার এর আয়োজনে ৫ই মার্চ ২০২১ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁও নারায়ণগঞ্জে মুজিব শতবর্ষ ডে-ক্যাম্প ২০২১ অনুষ্ঠিত হয়।

রাজধানী ঢাকা থেকে ২৫ কিলোমিটার পূর্বদিকে সবুজের সমারোহ আর বনানীর শ্যামললিমায় মনোরম স্থাপত্যশৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্যে ছায়া-ডাকা, পাখি-ডাকা, হৃদয়-ছোঁয়া নৈসর্গিক পরিবেশ পর্যটকদের মন কেরে নেয় সোনারগাঁও। এই সোনারগাঁয়ের সঙ্গে জড়িয়ে আছে সোনালি অতীতের এক সুবর্ণ অধ্যায়ের উল্লেখযোগ্য স্মৃতি। সোনারগাঁয়ের নামকরণে মতভেদ রয়েছ। গবেষকদের মতে, সোনারগাঁয়ের প্রাচীন নাম ছিল সুবর্ণবীথি বা সুবর্ণগ্রাম। এই সুবর্ণগ্রাম থেকেই মুসলিম আমলের সোনারগাঁও নামের উদ্ভব।

"প্রবাদ আছে", মহারাজ জয়ধ্বজের সময় এ অঞ্চলে সুবর্ণবৃষ্টি হয়ছিল বলে এ স্থান সুবর্ণগ্রাম নামে পরিচিতি লাভ করে। কেউ কেউ বলেন, বার ভূঁইয়া প্রধান ঈসা খাঁর স্ত্রী সোনাবিবির নামানুসারে এর নাম হয়েছে সোনারগাঁও।

উক্ত ক্যাম্পে গ্রুপ এর ৬০ জন কাব, স্কাউট,রোভার,লিডার ও অভিভাবকগন অংশগ্রহণ করেন। ডে-ক্যাম্পে উপস্থিত ছিলেন গ্রুপ সভাপতি জনাব এএসএম মাহবুবুর রহমান, গ্রুপ সম্পাদক ও প্রতিষ্ঠাতা স্কাউটার মোঃ বাপ্পি, গ্রুপ স্কাউট লিডার স্কাউটার আমির হোসেন চৌধুরী এবং ওয়াকিল বোখারী রাব্বি উডব্যাজার ও ক্যাম্প চীফ মুজিব শতবর্ষ ডে-ক্যাম্প ২০২১ এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান কর্পোরাল ও এনসিওআইসি বাংলাদেশ স্কাউটস, কুর্মিটোলা জেলা এয়ার। বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ ফ্লাইট লেঃ Tanvir Islam Rabby স্যার সম্পাদক বাংলাদেশ স্কাউটস, কুর্মিটোলা জেলা এয়ার ক্যাম্পে বিভিন্ন কাযকম এর পাশাপাশি কাব, স্কাউট, রোভাররা সোনারগাঁও জাদুঘর ভ্রমণ, পানাম নগর ভ্রমণ, এবং বাংলাদেশ লোকজ উৎসব মেলা পরিদর্শন করে। ক্যাম্পে সকলের জন্য আকষনীয় কিছু পর্বের মধ্যে ছিলো বালিশ খেলা, কিমস গেমস, কুইজ প্রতিযোগিতা।

Number of participants
100
Service hours
600
Location
Bangladesh
Topics
Personal safety
Youth Programme
Youth Engagement
Legacy BWF
Partnerships
Good Governance
Growth
Global Support Assessment Tool
Communications and Scouting Profile

Share via

Share