মেসেঞ্জার অফ পিস ওয়ার্কশপ, রাজশাহী জেলা রোভার এর সমাপনী অনুষ্ঠান গত ১০ নভেম্বর ২০২০তারিখে উদ্বোধন করা হয়।
উদ্বোধনঃ রাজশাহী জেলা রোভার এর কমিশনার ডঃ মোঃ ইলিয়াস উদ্দিন উদ্বোধন করেন।উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রোভার এর সম্পাদক ডঃ মুহাম্মদ জহিরুল ইসলাম এবং রাজশাহী জেলা রোভার স্কাউট লিডার তরিকুল ইসলাম আনসারী।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, মেসেঞ্জার অফ পিস টিমের ন্যাশনাল কো-অর্ডিনেটর জোবায়ের ইউসুফ। হোয়াটসঅ্যাপে অতিথি হিসেবে ছিলেন সাঈদ বাসিত কো-অর্ডিনেটর মেসেঞ্জার অফ পিস টিম বাংলাদেশ স্কাউটস। আরও উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম শান্ত,লোকাল কো-অর্ডিনেটর, মেসেঞ্জার অফ পিস টিম বাংলাদেশ স্কাউটস।
অদ্য ১১নভেম্বর ২০২০ তারিখে এই ওয়ার্কশপের দ্বিতীয় দিনে অংশ গ্রহণ করেন শহিদুল ইসলাম শান্ত, লোকাল কো-অর্ডিনেটর মেসেঞ্জার অফ পিস টিম বাংলাদেশ স্কাউটস। সমাপনী অনুষ্ঠানে তিনি রোভারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
রাজশাহী জেলা রোভার কতৃক আয়োজিত এই মেসেঞ্জার অফ পিস ওয়ার্কশপে মোঃ হেলাল উদ্দিন, আর এস এল,রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপ এবং কো-অর্ডিনেটর রাজশাহী জেলা রোভার স্কাউট, এই গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন। রাজশাহী নিউ গভর্নমেন্ট কলেজের আর এস এল, মোস্তাফিজুর রহমান দ্বিতীয় দিনের সেশন পরিচালনা করেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রোভার এর স্কাউট লিডার তরিকুল ইসলাম আনসারী। এই সমাপনী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলা রোভার এর কমিশনার ডঃ মোঃইলিয়াস উদ্দিন। তার বক্তব্যের মাধ্যমে দুইদিন ব্যাপি মেসেঞ্জার অফ পিস ওয়ার্কশপের সমাপ্তি হয়।