মেহেরপুর জেলা রোভার দিবস ২০২০

মেহেরপুর জেলা রোভার দিবস ২০২০

১৯৯৭সালের ২৩ অক্টোবর, মেহেরপুর জেলা রোভারের শোকাবহ এবং স্মরণীয় দিন।১৯৯৭ সালে সিলেটের লাক্কাতুরা চা বাগানে অনুষ্ঠিত ৯ম এশিয়া প্যাসিফিক/ ৭ম বাংলাদেশ জাতীয় রোভার মুটে অংশগ্রহণ করতে মেহেরপুর জেলার ৪ টি রোভার দলের ৩২ জন রোভার,৪জন লিডার সহ মোট ৩৬ জন ২২ অক্টোবর যাত্রা শুরু করে। কিন্তু ২৩ অক্টোবর ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় পাঁচ জন রোভার সদস্য। প্রতি বছরের মতো এবছরও মেহেরপুর জেলা রোভার দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বরণ করে।শহীদ রোভারদের রুহের মাগফেরাত কামনায় সকাল ৬ টা ৪৫ মিনিটে কবর জিয়ারত, ৭ টা ৩০ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং বাদ আসর মসজিদে মিলাদ ও তোবারক বিতরণের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। এসময় উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা রোভারের কমিশনার ★জনাব,মোঃ রফিকুল ইসলাম ( অধ্যক্ষ মেহেরপুর সরকারি মহিলা কলেজ) ★জনাব,ফররুখ আহমেদ ( সম্পাদক মেহেরপুর জেলা রোভার) ★ জনাব,মোঃ আলমগীর হোসেন ( যুগ্ম সম্পাদক মেহেরপুর জেলা রোভার) ★ মোঃ রমজান আলী (কোষাধ্যক্ষ মেহেরপুর জেলা রোভার) আরো উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা রোভাররের অন্যান্য কর্মকর্তা, শহীদ রোভার পরিবারের সদস্য ও রোভার সদস্যবৃন্দ
Number of participants
25
Service hours
25
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Good Governance
Global Support Assessment Tool
Communications and Scouting Profile
Partnerships
Growth

Share via

Share