মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২০
আজ (১১/০৬/২০২০, বৃহস্পতিবার) বিকাল ৪ টায় বাংলাদেশ স্কাউটস মুন্সীগঞ্জ জেলা রোভারের “মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২০” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলার ২০১৯-২০২০ সালের বাস্তাবায়িত কার্যক্রম নিয়ে আলোচনা ও মূল্যায়ন করা হয়। এবং ২০২০-২০২১ সালের প্রোগ্রাম ক্যালেন্ডার তৈরী করা হয়। উক্ত ওয়ার্কশপের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা রোভারের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলার সুযোগ্য প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা রোভারের কমিশনার ড. মীর মাহফুজুল হক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সাবেক কোষাদক্ষ আব্দুর রহমান, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের যুগ্ম-সম্পাদক এস এম সোহেল,
মুহাম্মদ জহিরুল আলম (রোভার স্কাউট লিডার, মুন্সীগঞ্জ জেলা রোভার)এবং মুন্সীগঞ্জ ওপেন স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য ও জাপানের কোগা-১ স্কাউট গ্রুপের ডেপুটি স্কাউট লিডার সাখাওয়াত হোসেন। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার মো. জামাল হোসেন। ওয়ার্কশপের সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা রোভারের সম্পাদক মো. জুনায়েদ। এছাড়াও উক্ত ওয়ার্কশপে জেলা রোভারের সহকারি কমিশনার, রোভার স্কাউট লিডার ও রোভারবৃন্দরা অংশগ্রহণ করে।