লালমনিরহাট চরে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রচেষ্টা

জাতীয় পরিস্থিতি অনুযায়ী মাথাপিছু অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বজায় রাখা এবং বিশেষ করে লালমনিরহাট চরে বসবাসকারী জনগণের অর্থনৈতিক মন্দা দূর করার উদ্যোগ।
বিগত বেশ অনেক বছর ধরে ক্রিস্টাল ওপেন স্কাউটস আর উদ্যেগে এবং লালমনিরহাট জেলা স্কাউটস আর সহযোগিতায় লালমনিরহটে চরের মানুষের সাথে কাজ করে, তাদের তালিকা তৈরি করে এবং অর্থনৈতিক উন্নয়নে পরিবারের অবস্থা জানতে চর ঘুরে আসছে।
এই প্রকল্পের মাধ্যমে বেশ অনেক গুলো পরিবার উপকৃত হয়েছে এবং চর পরিদর্শনের সময় কিছু পরিবারের মধ্যে অর্থ বিতরণ করে গবাদি পশু কেনা হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়। অনেক পরিবার বিগত বছরগুলোতে সাহায্যের মাধ্যমে গবাদি পশু ক্রয় করে তাদের পারিবারিক অবস্থার উন্নতি ঘটাচ্ছে।
রোভার স্কাউটরা এবং সাধারণ মানুষ টেকসই লক্ষ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কাজ করতে পারে যা অনেক নিম্ন-আয়ের পরিবারকে তাদের পারিবারিক চাহিদা মেটাতে এবং আয়ের উৎস প্রদান করতে সক্ষম করবে।
Number of participants
1
Service hours
6
Beneficiaries
15
Topics
Youth Engagement
Growth
Communications and Scouting Profile

Share via

Share