কুর্মিটোলা জেলা এয়ার স্কাউটস এর  উদ্যোগে পারদর্শিতা ব্যাজ ও দক্ষতা অর্জন কোর্সের অনুষ্ঠিতঃ
Profile picture for user MD.BAPPY_1
Bangladesh

কুর্মিটোলা জেলা এয়ার স্কাউটস এর উদ্যোগে পারদর্শিতা ব্যাজ ও দক্ষতা অর্জন কোর্সের অনুষ্ঠিতঃ

কুর্মিটোলা জেলা এয়ার স্কাউটস এর উদ্যোগে পারদর্শিতা ব্যাজ ও দক্ষতা অর্জন কোর্সের অনুষ্ঠিতঃ প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ স্কাউটস, কুর্মিটোলা জেলা এয়ার স্কাউটস এর উদ্যোগে কুর্মিটোলা জেলার অন্তর্ভুক্ত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও মুক্ত দলের স্কাউট ও রোভার স্কাউট সদস্যদের জ্ঞানগত যোগ্যতা ও বু্দ্ধিবৃত্তিক দক্ষতা বৃদ্ধির জন্য স্কাউটদের পারদর্শিতা ব্যাজ কোর্স ও রোভারদের ‘দক্ষতা অর্জন কোর্স-২০১৯’ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মে) সকাল ৯টায় হাজী অালী হোসেন উচ্চ বিদ্যালয় মিরপুর-১৩ ঢাকায় এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। কুর্মিটোলা জেলা এয়ার স্কাউটস এর সম্পাদক স্কোয়াডন লীডার মো: লোকমান হোসেন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এছাড়াও অারো উপস্থিত ছিলেন মো: বাপ্পি সদস্য জেলা নিবাহী কমিটি কুর্মিটোলা জেলা এয়ার স্কাউটস। এছাড়া, আরও উপস্থিত ছিলেন- গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ এর সভাপতি হাজী এএসএম মাহবুবুর রহমান, সহ- সভাপতি এডভোকেট ফারুক হোসেন তপাদার ও গ্রুপ সম্পাদক মো: মানিক মিয়া। এয়ার স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স ও রোভারদের দক্ষতা অর্জন কোর্স-২০১৯। কোর্সে প্রায় ৫০ জন স্কাউট/রোভার বিভিন্ন বিষয় যেমন, এয়ার স্কাউটদের নাগরিকত্ব ও জাতীয়তা, বই বাধাঁই, সমাজসেবা, খাদ্য সংরক্ষন, বিমান বাহীনি সংগঠন ও রোভার স্কাউট সদস্যদের ‘এ্যারো পাইওনিয়ার বিষয়ক পূর্ব নির্ধারিত বিষয়ের ওপর দক্ষতা অর্জন কোর্সে অংশগ্রহণ করে। কোর্সে অংশগ্রহণকারী রোভার স্কাউটদের আগ্রহী, উদ্যম মনোভাব কোর্সে এক ভিন্ন মাত্রা যোগ করে। কোর্স লিডার এর দায়িত্ব পালন করেন শেখ অারিফুর রহমান রাজু জেলা রোভার লিডার ঢাকা জেলা এয়ার। কোর্স এ অন্যান্য প্রশিক্ষক এর মধ্যে ছিলেন অাদিল হায়দার সেলিম পিঅারএস। গোল্ডেন ঈগল ওপেন এয়ার রোভার স্কাউট গ্রুপের সদস্য মো: মোখলেসুর ইসলাম বলেন, ‘এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে গতকালের কোর্সটা শেষ করলাম। কোর্সে অজানা অনেক তথ্য জানতে পেরেছি। অসংখ্য রোভারের পদচারণায় মুখরিত হয় কোর্স এরিয়া গিয়েছিলাম উৎসাহ-উদ্দীপনা নিয়ে, ফিরেছি অনুপ্রেরণা ও মনোবল নিয়ে। কোর্স শেষে মূল্যায়ন পরীক্ষাটা দিতে অনেক ভালো লেগেছে। সর্বোপরি বলা যায়, সকল রোভারদের জন্য এটা ছিল একটা মিলনমেলা এবং নিজেকে আত্ম-সত্ত্বায় উল্লেখ্য, আগামী ১৫, ১৬, ও ১৭ মে যথাক্রমে , এয়ার স্কাউটদের নাগরিকত্ব ও জাতীয়তা, বই বাধাঁই, সমাজসেবা, খাদ্য সংরক্ষন, বিমান বাহীনি সংগঠন ও রোভার স্কাউটদের এ্যারো পাইওনিয়ার এর উপর দক্ষতা অর্জন ও পারদর্শিতা ব্যাজ বিষয়ক কোর্স সমূহ অনুষ্ঠিত হয়। ধন্যবাদ মোঃ বাপ্পি সদস্য জেলা নির্বাহী কমিটি কুর্মিটোলা জেলা এয়ার স্কাউটস
Started Ended
Number of participants
100
Service hours
7200
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Good Governance
Global Support Assessment Tool
Communications and Scouting Profile
Partnerships
Growth

Share via

Share