করোনাভাইরাসের মহামারীর প্রকোপ কিছুটা কমে যাওয়ায় জনসাধারণের মাঝে অসচেতনতা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে মাস্ক না পড়ার মানসিকতার।
_বৈশ্বিক করোনাভাইরাসের মহামারীর প্রকোপ কিছুটা কমে যাওয়ায় জনসাধারণের মাঝে অসচেতনতা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে মাস্ক না পড়ার মানসিকতার। বিশেষজ্ঞরা বারবার বলছেন সামনের শীতে করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ আসবে যা প্রথম ওয়েভ থেকেও ভয়াবহ। যেমনটা ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুতে দেখা গিয়েছিল,দ্বিতীয় ওয়েভেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছিল।তাই এই দ্বিতীয় ওয়েভ থেকে নিজে এবং নিজের পরিবারকে বাঁচাতে দরকার আপনার সচেতনতা,মাস্ক পড়ার অভ্যাস এবং নিয়মিত হাত ধোয়া।
"মাস্ক পড়ি,করোনাকে জয় করি" এ স্লোগানকে সামনে রেখেই জনসাধারণদের মাঝে সচেতনতার প্রসার ঘটাতে বাংলাদেশ স্কাউটস এর সহায়তায় বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন মাস্ক বিতরণের মহৎ এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
আর এই মহৎ উদ্যোগে অংশ হিসেবে লালবাগ ওপেন স্কাউট গ্রুপের রোভাররা নিজেদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে প্রথম ধাপে ২০০০পিস মাস্ক সোয়ারীঘাট লঞ্চ টার্মিনালে বিতরণ করেছে।