করোনা মহামারীতে যখন দেশের সাপ্লাই চেন ব্যবস্থা স্থবির, তখন এটুআই-এর ই-কমার্স প্ল্যাটফর্ম একশপ, 'ই-ক্যাব'-এর সমন্বয়ে বেশ কয়েকটি উদ্যোগের মাধ্যমে পণ্য পরিবহন ও ই-কমার্স ইন্ডাস্ট্রি চাঙ্গা করে তুলে। যার ফলে দেশের ই-কমার্সের প্রবৃদ্ধি কয়েক গুণ বৃদ্ধি পায়।
করোনা মহামারীতে যখন দেশের সাপ্লাই চেন ব্যবস্থা স্থবির, তখন এটুআই-এর ই-কমার্স প্ল্যাটফর্ম একশপ, 'ই-ক্যাব'-এর সমন্বয়ে বেশ কয়েকটি উদ্যোগের মাধ্যমে পণ্য পরিবহন ও ই-কমার্স ইন্ডাস্ট্রি চাঙ্গা করে তুলে। যার ফলে দেশের ই-কমার্সের প্রবৃদ্ধি কয়েক গুণ বৃদ্ধি পায়।
এরই ধারাবাহিকতায় করোনা মহামারীর সংকট মোকাবেলায় অসামান্য অবদানের জন্য এটুআই-এর ই-কমার্স টিম লিড রেজওয়ানুল হক জামি, মাননীয় বাণিজ্য সচিব, মাননীয় আইসিটি সচিব এবং ঢাকার বিভাগীয় কমিশনারসহ মোট ১২ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উক্ত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একশপের পক্ষে এই অ্য়াওয়ার্ডটি গ্রহণ করেন মোঃ শাহরিয়ার হাসান জিসান।
দেশের সকল সম্মুখযোদ্ধা, যাঁরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের নতুন ডিজিটাল কমার্স উপহার দিয়েছেন, তাঁদেরকে এটুআই-এর পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন।