Profile picture for user naymur_1
Bangladesh

করোনা ভাইরাস রোগীদের সহযোগীতায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে বৃত্তির টাকা দিলেন জয়পুরহাটের এক শিক্ষার্থী

আমাদের গর্ব অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর তাকিবুর রহমান নাহিন তোমাকে আমাদের মাদ্রাসার পরিবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ *** করোনা ভাইরাস রোগীদের সহযোগীতায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে বৃত্তির টাকা দিলেন জয়পুরহাটের এক শিক্ষার্থী *** ► করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষের জন্য বৃত্তির জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করেন তাকিবুর রহমান নাহিন নামে এক ৮ম শ্রেণীর শিার্থী। সোমবার জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের কার্যালয়ে গিয়ে তার হাতে উপবৃত্তির জমানো ৩ হাজার টাকার চেক তুলে দেন সিদ্দিকীয়া কামিল মডেল মদ্রাসার ৮ম শেণীর শিক্ষার্থী তাকিবুর রহমান নাহিন। তাকিবুর রহমান নাহিন ২০১৭ সালে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি লাভ করে। সে জয়পুরহাট শহরের প্রফেসরপাড়া মহল্লার আছাদুর রহমানের ছেলে। তাকিবুর রহমান নাহিন বলেন, আমি টেলিভিশনে সবসময় দেখছি। বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সরকার তাদের সহায়তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার মনে হয়েছে বর্তমান পরিস্থিতিতে টাকা জমিয়ে রাখার আর কোনো মানেই হয় না। জমানো টাকাগুলো সদ্ব্যবহারের এখনই সময়। সে জন্য টাকাগুলো প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করেছি। জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেন, বৃত্তির টাকা নিয়ে একজন শিার্থী যেভাবে এগিয়ে এসেছেন তা সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে। নাহিনের এই অনুদান সমাজের যারা বিত্তবান আছে তাদের কাছে বার্তা। দেরি না করে তাদেরকেও আর্তমানবতার সেবায় এগিয়ে আসতে হবে। #Stay_Home #Stay_Save
Number of participants
101
Service hours
4040
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Good Governance
Global Support Assessment Tool
Communications and Scouting Profile
Partnerships
Growth

Share via

Share