কার্যনির্বাহী সভা
সভাপতি বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলা রােভার ও জেলা প্রশাসক, জয়পুরহাট মহােদয়ের সদয় সম্মতিতে বাংলাদেশ ক্ষাউটস জয়পুরহাট জেলা রােভারের নির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে এক সভা আগামী ০১-১২-২০২০ রােজ মঙ্গলবার সকাল ১১.০০মিঃ ঘটিকায় জেলা প্রশাসক, জয়পুরহাট, মহােদয়ের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।