কাপ্তাইয়ে পাহাড় ধ্বসে নৌ রোভারদের সেবাপ্রদান
গত ১৩-১৫ জুন কাপ্তাইয়ে স্বরণকালের পাহাড় ধস হয় এতে ১৮ জনের প্রাণহানীঘটে। মাটি এবং গাছ ভেঙ্গে রাস্তা চলাচল অনুপযোগী হয়ে পরে।এতে কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর রোভার ও লিডাররা মিলে রাস্তা চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করে এবং ত্রাণ বিতরণ করে।