জয়পুরহাটে ভ্রমণ কন্যার প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপন কর্মসূচি
নারীদের জন্য নিরাপদ ভ্রমণের জন্য ডা. মানসী সাহা ও ডা. সাকিয়া হকের হাত ধরে যাত্রা শুরু করা ট্রাভেলেটস অফ বাংলাদেশ ‘ভ্রমণ কন্যা’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাট জেলা শাখা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০.৩০মিঃ জয়পুরহাট জেলা শাখার সদস্য তৃষা রানী সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জনাব, মিল্টন চন্দ্র রায় উপজেলা নির্বাহী অফিসার,সদর উপজেলা জয়পুরহাট।
এ সময়ে এস রহমান সজীব,ইশারাত জাহান,রামু চন্দ্র,রিয়ো রিয়াদ,মেশকাতুন নাহার,নাইমুর রহমান, বিরেন চন্দ্র, জয়পুরহাট জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের তৃষা রানী বলেন, শ্রদ্ধেয় ডা. মানসী সাহা ও ডা. সাকিয়া হকের হাত ধরে ২০১৬ সালে ২৭ নভেম্বর যাত্রা শুরু করা ট্রাভেলেটস অফ বাংলাদেশ ‘ভ্রমণ কন্যা’র পথচলা। বর্তমানে দেশের ৬৪ জেলায় সদস্য সংখ্যা প্রায় ৫২ হাজার। ভ্রমণ ছাড়াও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড- করে থাকেন। যার মধ্যে নারী চোখে বাংলাদেশ একটি প্রজেক্ট রয়েছে।
বিভিন্ন স্কুলের মুক্তিযোদ্ধা সম্পর্কে, নারীদের নিজের আত্মরক্ষ,মেন্সট্রায়েসন হাইজিনসহ মাদক, বাল্যবিবাহ এসব নিয়ে সচেতনা সৃষ্টি করা।
এছাড়াও আমরা ভ্রমণে গিয়ে অনেক সময় ভ্রমণ প্রেমিদের জন্য পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমও করেছি। উপজেলা চত্বরে বৃক্ষরোপনের আগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।