জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মডেল মাদরাসার অবস্থিত উপজেলা ইসলামিক ফান্ডেশন মডেল রিসোস সেন্টার অফিসে আগুন
জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মডেল মাদরাসার অবস্থিত উপজেলা ইসলামিক ফান্ডেশন মডেল রিসোস সেন্টার অফিসে আগুন
লেগে ২০২০ শিক্ষা বর্ষের বিভিন্ন মসজিদ ভিত্তিক শিক্ষা কেন্দ্রের,চক-বোড,ডাষ্টার,চক,সনদপত্র, বইসহ বিভিন্ন আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ০১ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার বিকাল, ৫.৪০ মিনিট দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জয়পুরহাট মুক্ত রোভার স্কাউটের সদস্যরা ও জয়পুরহাট জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি মোঃ সালেহুর রহমান সজীব জানান, মাদরাসা মাঠে স্কাউটের ক্র-মিটিং শেষে বাহির হয়ে যাওয়ার সময় প্রশাসনিক ভবনের দোতলায় আগুনের কালো ধোয়া দেখতে পাই এবং সাথে সাথে 999 এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে অবহিত করে রোভার স্কাউট সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও ইসলামিক ফান্ডেশনের কর্মকর্তারা ’ জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত অফিসে এসে রোভার স্কাউট সদস্যদের মাধ্যমে জানতে পারলাম অফিসের উত্তর পাশের বাসা বাড়ির ফেলা ময়লা এবং ছাই এর বস্তা থেকে নীচ তলার শেষের ফান্ডেশনের ষ্টোর রুমে আগুন লেগেছে। সেই রুমে থাকা ৩টি টেবিল, ৫টি চেয়ার, ২টি জানালা, ০৫ টি বোডের কার্টুন ০৪ টি চক পেন্সিল কার্টুন ও ০৩ টি ডাস্টারের কার্টুন সনদ পত্র ও বিভিন্ন প্রকারের বই আগুনে পুড়ে ছাই হয়ে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জানান, বিকাল ৫,৪৫ মিঃ দিকে 999 এর মাধ্যমে আগুন লাগার সংবাদ পাই এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয় । এবং জানান রোভার স্কাউট সদস্যরা আগুন মোটামোটি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেছেন এবং তাদের জন্য ক্ষয় ক্ষতির পরিমান অনেক কম হয়েছে ।