জয়পুরহাট শহরকে পরিচ্ছন্ন রাখতে জয়পুরহাট চীফজুডিসিয়াল-ম্যাজিস্ট্রেট-আদালত কতৃপক্ষের কাছে ডাস্টবিন হস্তান্তর করেন জয়পুরহাট পৌর মেয়র জনাব মোস্তাফিজুর রহমান মোস্তাক।
জয়পুরহাট শহরকে পরিচ্ছন্ন রাখতে জয়পুরহাট চীফজুডিসিয়াল-ম্যাজিস্ট্রেট-আদালত কতৃপক্ষের কাছে ডাস্টবিন হস্তান্তর করেন জয়পুরহাট পৌর মেয়র জনাব মোস্তাফিজুর রহমান মোস্তাক।
জয়পুরহাট পৌর মেয়রের পক্ষ থেকে খুবই ভালো একটা উদ্যেগ ।
২০১৭ সালের শেষে দিকে জয়পুরহাট পৌরসভার মেয়র জয়পুরহাট শহরকে পরিছন্ন রাখার জন্য একটা এমন উদ্যেগ গ্রহন করে ছিলেন । শহরের প্রতিটি নির্দিষ্ট জায়গাতে পৌরসভার পক্ষ থেকে ডাষ্টবিন দেওয়া ।
ফলাফল দেখা গেছে পুরা প্রজেক্টটাই মাঠে মারা গেছে শুধুমাত্র জয়পুরহাট শহরের মানুষের সচেতন না হাওয়ার কারণে ।
জয়পুরহাট শহরের মধ্যে পৌরসভার পক্ষ থেকে ডাষ্টবিন দেওয়া হলেও এগুলোর সঠিক ব্যবহার না করার কারণে এগুলো কোন কাজেই আসে নাই । আসলে জয়পুরহাটের মানুষ সঠিক জায়গাতে ময়লা ফেলতে অভ্যস্ত না ।
কারণ বেশীর ভাগ মানুষ ডাস্টবিনে ময়লা না ফেলে, ডাস্টবিনের বাহিরের সাইডে ময়লা ফেলে রেখে আসে ।
সবাই যদি সঠিক জায়গাতে ময়লাটা ফেলতো তাহলে পরে বিন গুলোর ময়লা স্থানান্তর করাটাও পৌরসভার লোকজনদের অনেক সহজ হয়।
এরপরেও গ্রীন এন্ড ক্লিন নামে একটা সামাজিক সংগঠন দুই বার বিশেষ করে রেলগেট এলাকার ফলের দোকানদার গুলোকে অনেক সচেতন করার ট্রাই করা হয়েছিলো । দুঃখের বিষয় ফলাফল একদম জিরো ।
শহরটাকে পরিছন্ন রাখার জন্য পৌরসভার একার পক্ষ থেকে কখনোই সম্ভব না যদি তাদের পরিছন্ন কর্মীদের সহযোগীতা না করা হয় ।
জয়পুরহাট চীফজুডিসিয়াল-ম্যাজিস্ট্রেট-আদালত এলাকার কি রকম রেসপন্স করে সেটাই দেখার বিষয় ।