জয়পুরহাট রোভার মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর নতুন সদস্যদের স্কার্ফ পড়ার কিছু সময়
অদ্য ১১ ডিসেম্বর ২০২০ জয়পুরহাট মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর আয়োজনে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে জয়পুরহাট রোভার মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর নতুন কিছু সদস্য যোগদান করেন এবং ক্যাম্পের মূল আলোচনার বিষয় ছিল প্লাস্টিক টাইড টার্নাল চ্যালেঞ্জ সম্পর্কে রোভার স্কাউট এর মধ্যে অনলাইন প্রশিক্ষণ প্রদান করা। রোভার প্রোগ্রাম বাস্তবায়নে নির্দেশনামূলক বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা। রোভার বিভিন্ন কলাকৌশল এর পারদর্শিতা করার জন্য এটি মূলত ক্যাম্পটি আয়োজন করা হয়। দিনটি ভালই কাটল ধন্যবাদ এবং গ্রুপের সকল সদস্য বৃন্দ দেরকে।