জয়পুরহাট জেলার সবচেয়ে বড় শশার হাট হয় আমাদের গোপালপুর বাজারে,,,,,নিজের গ্রাম বলে যেমন গর্ববোধ হয় ঠিক তেমনি রাস্তার দিকে গেলে মনটা খারাপ হয়ে যায়।ছোট একটু রাস্তা দিয়ে প্রতিনিয়ত ট্রাক যায়।
জয়পুরহাট জেলার সবচেয়ে বড় শশার হাট হয় আমাদের গোপালপুর বাজারে,,,,,নিজের গ্রাম বলে যেমন গর্ববোধ হয় ঠিক তেমনি রাস্তার দিকে গেলে মনটা খারাপ হয়ে যায়।ছোট একটু রাস্তা দিয়ে প্রতিনিয়ত ট্রাক যায়।রাস্তা দিয়ে ট্রাক গেলে পাশ দিয়ে একটা ভ্যান যাওয়ার অবস্থা থাকে না।ভ্যান দাঁড়িয়ে রাখতে হয়।এমন অনেক হয়েছে ভ্যান থেকে নেমে আমাদেরকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে হয়।আর ট্রাক ড্রাইভার গুলো মনে করে না যে এইটা ছোট রাস্তা,,,,হাইওয়ে ভেবে উড়ে উড়ে যায়৬/৭ বছর আগে এই রোডে ট্রাকের সাথে accident করে একটা মেয়ে মারাও গেছেপ্রতিনিয়ত বাংলাদেশে accident হচ্ছে এই রাস্তার কারনে গ্রামবাসী আর পরিবারের জন্য অনেক ভয় লাগে,,