জয়পুরহাট বাসটার্মিনালে গনপরিবহের যাত্রীদ ও শ্রমিকদের জন্য হাত সহ শরীরের উন্মুক্ত স্থান ধৌত করার জন্য পানির ট্যাংক ও বেসিন স্থায়ী ভাবে স্থাপন করা হলো। সাবান,টিসু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরবরাহ করা হবে।
জয়পুরহাট বাসটার্মিনালে গনপরিবহের যাত্রীদ ও শ্রমিকদের জন্য হাত সহ শরীরের উন্মুক্ত স্থান ধৌত করার জন্য পানির ট্যাংক ও বেসিন স্থায়ী ভাবে স্থাপন করা হলো। সাবান,টিসু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরবরাহ করা হবে।
আমরা আরো কিছু জনগুরত্বপূর্ন স্থানে এমন ব্যাবস্থা করতে চাই।
উদ্বোধন করেন মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়।
চেতনায় জয়পুরহাটের সভাপতি হিসেবে আমি সভাপতিত্ব করি।শিক্ষানুরাগী রাজু স্যার,সমাজ সেবক হেলাল উদ্দীন,জেলা সিনিয়র রোভার মেটের প্রতিনিধি স্নহেসপদ সজিব উপস্থিত ছিলেন।
বাস্তবায়নেঃ চেতনায় জয়পুরহাট ও
জয়পুরহাট মুক্ত রোভার স্কাউটস