জাতীয় শোক দিবস
আজ জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই জেলা নৌ স্কাউটস কতৃক আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর জেলা কমিশনার ক্যাপ্টেন এম মুকিত খান স্যার। আরো অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর জেলাসচিব শ্রদ্ধেয় নূরে আলমi স্যার এবং কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর জেলা স্কাউটস লিডার জাহাঙ্গীর আলম (ALT) স্যার|অনুষ্ঠানের প্রথমে আলোচনা অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পরে পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয় এতে কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর লিডার,রোভার,গার্স ইন নৌ রোভার,স্কাউটরা উপস্থিত ছিলেন।