জাতীয় দুর্যোগ দিবস 2020

জাতীয় দুর্যোগ দিবস 2020

১৩/১০/২০২০ তারিখ, সকাল ১০.৩০ মিনিট -এ জাতীয় দুর্যোগ দিবস এর উপর ভিত্তি করে একটি অনলাইন অনুষ্ঠান এর আয়োজন করা হয়। মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও দুর্যোগ প্রতিমন্ত্রী, সড়ক ও সেতুমন্ত্রী সহ আরও অনেক উচ্চপদস্থ লোকেরা ও উপস্থিত ছিলেন। মন্ত্রিরা ছাড়াও উক্ত মিটিং এ বিভিন্ন জেলা থেকে সেখানকার জেলা প্রতিনিধি এবং অনেক সংসদ সদস্যরাও যুক্ত হয়। এছাড়াও বিভিন্ন জেলা থেকে রোভার রাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়াও এই অনুষ্ঠানটি Facebook এবং YouTube এ সরাসরি সম্প্রচার করা হয়। এই অনুষ্ঠানে প্রথমে দুর্যোগ বিষয়ে কথা বলা হয় এবং পরবর্তীতে এইধরনের দুর্যোগ মোকাবেলা করার জন্য আগে থেকে কি কি পদক্ষেপ নিতে হবে এবং কিভাবে আমরা নিজেদের সাহায্য করতে পারবো সেই বিষয়ে বিস্তারিত বলা হয়।
Number of participants
900
Service hours
1800
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Good Governance
Communications and Scouting Profile
Global Support Assessment Tool
Partnerships
Growth

Share via

Share