জাতীয় ভোটার দিবস ২০২০

২ মার্চ (সোমবার) জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র‌্যালি বের করা হয়। শেষ হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে। পরে বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও মাঠ প্রশাসনেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। (দ্বিতীয়বারের মতো ভোটার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভোটার হয়ে ভোট দেবো, দেশ গড়ায় অংশ নেবো।’) সেখানে কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট সহ সকল অঞ্চলের স্কাউট এবং রোভার স্কাউট রা থাকেন এবং র‍্যালি তে যোগদান করেন। এইদিনে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে স্মার্টকার্ড-বিষয়ক অ্যাপ উদ্বোধন করা হয়। এসময় সিইসি নূরুল হুদা কিছু নতুন ভোটারের হাতে স্মার্টকার্ড তুলে দেন। যারা যারা র‍্যালিতে ছিলেন সকলকে একটি করে নির্বাচন কমিশন এর পক্ষ থেকে একটি পাটের বাগ, একটি T-Shirt এবং একটি টুপি দেওয়া হয়।
Number of participants
300
Service hours
1200
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Good Governance

Share via

Share