Profile picture for user naymur_1
Bangladesh

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন এবং শ্রদ্ধাঞ্জলি।

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাট শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান পুরোপুরি ভাবে প্রস্তুত করা হয়েছে। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়েছে রং-তুলির আঁচড়। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ পুরোপুরি শেষ। সৌধস্তম্ভের উঁচু চূড়া থেকে শুরু করে শহীদবেদি ও পায়ে চলার পথসহ পুরো এলাকা ধুয়ে-মুছে চকচকে করা হয়েছে। সৌধ ফটক থেকে বেদি পর্যন্ত হাঁটাপথের লাল ইটগুলোতে রঙের ছোঁয়া ছড়াচ্ছে শুভ্রখতা। আজ বিকেল তা সরেজমিনে পরিদর্শন করেন জয়পুরহাট জেলা প্রশাসক জয়পুরহাট জনাব শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, জনাব মনিরুজ্জামান। উপজেলা নির্বাহি অফিসার, জনাব মিল্টন চন্দ্র রায় , সদর উপজেলা অফিসার ইনচার্জ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার, জনাব প্রতিক কুন্ডু, ও এনডিসি মোনাব্বর হোসেন এছাড়াও উপস্থিত ছিলন জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি মোঃ সালেহুর রহমান সজীব ও অন্যান্য রোভার স্কাউট সদস্যরা। ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এর আশপাশের এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি এলাকা সিসিটিভির আওতায় নেওয়া হয়েছে। এজন্য জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। ও সার্বিক সহযোগিতায় রয়েছে জয়পুরহাট পৌরসভা কার্যালয় এবং সার্বিক মনিটরিং এ কাজ করছেন জয়পুরহাট জেলা রোভার স্কাউট সদস্যরা
Started Ended
Number of participants
108
Service hours
9180
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Good Governance
Global Support Assessment Tool
Communications and Scouting Profile
Partnerships
Growth

Share via

Share