ইন্টারন্যাশনাল এডভেঞ্চার ক্যাম্প -২০১৯
২০১৯ সালে, ইন্টারন্যাশনাল এডভেঞ্চার ক্যাম্প -২০১৯ অনুষ্ঠিত হয় পাঞ্চমারি মধ্য প্রদেশ, ইন্ডিয়াতে। ২৫০ জন সদস্য নিয়ে এই ক্যাম্পটি পরিচালিত হয় যেখানে বাংলাদেশ সহ, ইন্ডিয়া, নেপাল, এবং শ্রীলঙ্কা এর স্কাউট সদস্য অংশগ্রহণ করে। আমি সেখানে একজন অংশগ্রহণকারি হিসেবে বাংলাদেশ স্কাউটসকে রিপ্রেজেন্ট করেছি।