গ্লোবাল এন্টারপ্রেনারশিপ মনিটরের তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী পুরুষদের তুলনায় ১৪% হারে নারী উদ্যোক্তা বৃদ্ধি পেয়েছে। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে, এই এগিয়ে যাওয়া উদ্যোক্তা নারীদের মাঝে আমিও একজন।
গ্লোবাল এন্টারপ্রেনারশিপ মনিটরের তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী পুরুষদের তুলনায় ১৪% হারে নারী উদ্যোক্তা বৃদ্ধি পেয়েছে। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে, এই এগিয়ে যাওয়া উদ্যোক্তা নারীদের মাঝে আমিও একজন। আমার এই সফল পথচলার নেপথ্যে আছে ডিজিটাল সেন্টার। এসএসসি পাশ করার পর আমি চট্রগ্রাম সিটি কর্পোরেশনের কম্পিউটার ইন্সটিটিউট-এ প্রশিক্ষণ গ্রহণ করি। পরবর্তীতে এই প্রশিক্ষণের সুবাধে আমি নগর ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করি।
একজন নারীর এগিয়ে যাওয়ার পথে আমাদের সমাজে অনেক প্রতিবন্ধকতা আছে। তবুও, উদ্যোক্তা হিসেবে যুক্ত হবার পর আমি এই বিশ্বাস নিয়ে কাজ করতে শুরু করি যে, মানুষের সেবা দেয়াই আমার প্রথম দায়িত্ব। আমি যখন আমার নগরের মানুষদের বিভিন্ন রকম সরকারি-বেসরকারি সেবা প্রদান শুরু করি, তাঁদের বিভিন্ন সমস্যার সমাধান অল্প খরচে এবং দ্রুত সময়ে করে দেই, তখন আমার প্রতি মানুষের মনোভাব পরিবর্তন হতে থাকে। এখন আমার নগরের মানুষেরা তাঁদের যেকোন সমস্যার ক্ষেত্রে প্রথমেই ডিজিটাল সেন্টারে আসে।
নগরের অধিবাসী হিসেবে বিভিন্ন নাগরিক সেবা ছাড়াও সরকারি-বেসরকারি এমন অনেক সুবিধা রয়েছে যেগুলোর কথা হয়তো সাধারণ মানুষ সঠিকভাবে জানে না। আমি আমার সেন্টারে আসা সবাইকে ঐ সুবিধাগুলো নিতে উদ্বুদ্ধ করি। মানুষের আস্থা বৃদ্ধি পাওয়ায় আমার সেবার পরিসরও বাড়ছে। আমি আমার অঞ্চলের শিক্ষিত বেকারদের জন্য ডিজিটাল সেন্টারে কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করেছি। এছাড়া নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।
আমি চাই, নিজের সমৃদ্ধির পাশপাশি আমার গ্রামের মানুষের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি।
কাউসার আক্তার তাহিন
৩৪ নং পাথরঘাটা নগর ডিজিটাল সেন্টার
চট্রগ্রাম সিটি কর্পোরেশন, চট্রগ্রাম
একজন উদ্যোক্তা হিসেবে আপনার পথচলা, সেবা এবং সফলতার গল্প জানাতে কমেন্ট করুন এই গল্পে কিংবা ছবি শেয়ার করুন আর জানিয়ে দিন সবাইকে।
#মুজিব_শতবর্ষ_ই_সেবা_ক্যাম্পেইন_২০২০
#ডিজিটাল_সেন্টারের_১০_বছর #এটুআই