GAIRSG রিপোরটিং করা এবং তাঁবু এলাকা নির্ধারণ করে তাঁবু টানানো 2020

২৭/১১/২০১৯ তারিখ, সকাল ১১.০০ টা তে আমাদের রিপোরটিং সময় দেওয়া হয়। আমরা সকলে উপদল্ভিত্তিক এসে রিপোরটিং করি এবং তারপর আমাদের তাঁবু এলাকা নির্ধারণ করে দেওয়া হয়। তাঁবু খাটানোর জন্য আমাদের ৩০ মিনিট সময় দেওয়া হয়। এরপর আমাদের তাঁবু এবং দড়ি দেওয়া হয় এবং পর্যাপ্ত খুঁটি না থাকায় আমাদের নিজেদের খুঁটি তৈরি করতে বলা হয়। ( এটি আমাদের জন্য মাকিং পরিক্ষা ছিল )। এরপর আমরা নিজেদের পরিষ্কার করি এবংজেসব জায়গায় মাটি এবড়োখেবড়ো বা অসমান সেসব জায়গা সমান করি। এরপর আমরা ৪ জন মিলে তাঁবু খাটানো শুরু করি। একজন ভেতরে যেয়ে মূল খুঁটি ধরি এবং বাকি ৩ জন বাহিরে থাকে। একজন ২ পাশ ধরে রাখে এবং অপরপাশে ২ জন মিলে ল্যাশিং এর মাধ্যমে তাঁবু এর দড়ি বান্তে থাকে। অর্থাৎ একজন দড়ি ধরে টানে এবং অন্যজন তাঁবু গেরো গেরো দিতে থাকে। এভাবে আমরা ২৫ মিনিট এর মধ্যে তাঁবু তৈরি করে ফেলি। এরপর আমরা যেয়ে তাঁবু তৈরির রিপোর্ট পেশ করি।
Number of participants
40
Service hours
40
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Communications and Scouting Profile
Partnerships
Growth

Share via

Share